দিনদুপুরে সুনসান নিরবতা বিরাজ করছে যানজটের নগরীখ্যাত রাজধানী ঢাকায়। ঈদুল ফিতরের দিনে আজ বুধবার সকাল থেকে বিরামহীনভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলা্বদ্ধতার সৃষ্টি হয়েছে। এর আগে ঈদকে সামনে রেখে নাড়ির টানে গত কয়েকদিনে রাজধানী ছেড়েছে লাখ লাখ বাসিন্দা। এ কারণে শহরে এমনিতেই নিরবতা তারপর আবার সকাল থেকে বৃষ্টির কারণে গোটা শহরে নিরবতা নেমে এসেছে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নগরবাসীর অধিকাংশই সকাল থেকেই এক প্রকার গৃহবন্দি হয়ে আছেন।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা গৃহবধূ নাসরিন বলেন, ‘বৃষ্টির কারণে ঈদের দিন খালা ও ফুপির বাসায় সালামি আনতে যেতে না পারায় তার দুই ছেলেমেয়ে সকাল থেকে মুখ গোমড়া করে বসে আছে।’ ঠাট্টাচ্ছলে তিনি বললেন, মনে হচ্ছে যেন ‘ইনডোরে’ ঈদ পালন করছি। যাদের বাসায় বেড়াতে আসার কথা ছিল তারাও বৃষ্টির কারণে আসেনি। ফলে মেহমানদের জন্য রান্না করা খাবার রয়ে গেছে।
https://bit.ly/2Xuv7q6